নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গাজীপুরের কালীগঞ্জ কল্যাণ সংস্থা-কেকেএস।
শনিবার কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
দুই উপজেলার ১৭টি পরিবারের মাঝে বিভিন্ন সাইজের ২৬৩ পিস ঢেউটিন ও যাতায়াত খরচ বাবদ প্রত্যেক পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়।
সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মু. রাশীদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, কার্য নির্বাহী সদস্য কাজী গোলাম রব্বানী রোমানসহ সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ, শিক্ষক তাসমিয়া সাইফ সিঁথি, এম এ ফারহা ও রোহানা সুলতানা মনি উপস্থিত ছিলেন।
সংগঠনটি স্থানীয় অন্যান্য কাজের পাশাপাশি দেশে নানা দুর্যোগে ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে পূর্নবাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় এই অনুদান প্রদান করেন কালীগঞ্জ কল্যাণ সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।