জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়িতে করোনাভাইরাস সন্দেহে স্ত্রীসহ ইতালি প্রবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সদস্যরা বৃহস্পতিবার রাতেই সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার ৭নং বজরা ইউনিয়নের এক যুবক ৬ মার্চ ইতালি থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য গেলে কর্তব্যরত চিকিৎসকের করোনাভাইরাস বিষয়ে সন্দেহ হয়। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১টি মেডিকেল টিম গঠন করা হয়।
এরপর তার স্ত্রীকে (২১) হাসপাতালে এনে পরীক্ষা করার পর তার শরীরেও করোনার বিভিন্ন উপসর্গ পাওয়া যায়। বর্তমানে মেডিকেল টিম তাদেরকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই দম্পতির শরীরে করোনাভাইরাস সন্দেহে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে রাতে মেডিকেল টিম আসবে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



