জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূকে (২০) বসত ঘরের সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩ মার্চ) দুপুরে গ্রেফতার ৩ জনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে উপজেলার তমরদ্দী ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, এজাহারভুক্ত আসামি ফজর আলী ওরফে হেলাল (২৫), মো. মিরাজ (২৮), মো. নেজাম (৫০)।