Advertisement
জুমবাংলা ডেস্ক: নোয়াখালীর চৌমুহনীতে পিকআপ উল্টে চার শ্রমিক নি’হত ও ১০ শ্রমিক আ’হত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে চৌমুহনীর সিঙ্গার শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নি’হতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য শ্রমিকরা পিকআপে করে যাচ্ছিলেন। চৌমুহনী সিঙ্গারের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নি’হত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো তিন শ্রমিক মারা যান। নি’হত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। আ’হতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।