জুমবাংলা ডেস্ক: নৌকার আদলে রাজধানীর আফতাবনগর-মেরুল প্রধান সড়কে নির্মাণ করা হচ্ছে ফুটওভার ব্রিজ। ইতোমধ্যে ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
চার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গত ১৪ জুন ফুটওভার ব্রিজের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, ‘নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে চার কোটি টাকা ব্যয়ে একটি নতনি ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু হচ্ছে। এই ফুটওভার ব্রিজে দুটি এস্কেলেটর থাকবে। ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। এ ছাড়া রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রা¯তা পারাপারের সুযোগ পাবেন।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘হাতিরঝিলের পাশেই আফতাবনগরে ফুটওভার ব্রিজটি হচ্ছে। তাই আমি আমাদের ডিএনসিসির প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি, ফুটওভার ব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। এই ফুটওভার ব্রিজটি নৌকার আদলে দৃষ্টিনন্দনভাবে ডিজাইন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ফুটপাতে যেন ফল খেতে পাখি আসে, সেজন্য ডিএনসিসি বিশেষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। গাছটির নাম রসকাউ গাছ। এই গাছের ফল পাখিদের জন্য অত্যন্ত সুস্বাদু। আর এই গাছ লাগালে পাখিরা ফল খেতে আসবে, পাখিরা ডাকবে, কিচির-মিচির করবে। ফলে আমাদের নগরবাসী, শিশু, তরুণ প্রজন্ম পথ দিয়ে যাওয়ার সময় আলাদা প্রশান্তি পাবে। এই প্রজন্ম কিন্তু এখন আর পাখির ডাক শহরে শুনতে পায় না। তাদের পাখির ডাক শোনার জন্য আমরা সড়কের মিডিয়ানে, ফুটপাতে এই রসকাউ গাছ লাগাব।
রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ফুটওভার ব্রিজ বানিয়ে দিলাম কিন্তু জনগণ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, এটা হতে পারে না। দুর্ঘটনা রোধে যত্রতত্র এলোমেলোভাবে দৌড় দিয়ে রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকতে হবে। শুধু ফুটওভার ব্রিজ বানালেই হবে না। আমাদের সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ সচেতন হলে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’
এসময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ফুটওভার ব্রিজটির আফতাব নগর-মেরুল ফুটওভার ব্রিজ নামকরণ না করে নাম ইস্টওয়েস্ট ফুটওভার ব্রিজ নামকরণের অনুরোধ জানান। অনুরোধের পরিপ্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম ফুটওভার ব্রিজের নামকরণ ইস্টওয়েস্ট করার ঘোষণা দেন। সেইসঙ্গে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় যেন এটির রক্ষণাবেক্ষণ এবং সঠিকভাবে পরিচালনা করে সেই নির্দেশনা দেন মেয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।