জুমবাংলা ডেস্ক: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মাঠে থাকবেন জাহাঙ্গীর আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি সব সময় মাঠে ছিলাম, আছি এবং থাকব। গাজীপুরের মানুষের জন্য আমি কাজ করেছি। সর্বস্তরের মানুষ আমাকে চায়। আমি তাদের দিকে তাকিয়ে নির্বাচনের মাঠে আছি।’
এদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান গাজীপুর সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। আজ শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।
গাজীপুর সিটিতে নৌকার মাঝি আজমত উল্লাহ খান

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।