জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুরে নৌকা উল্টে আপন তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ (২ জুলাই) দুপুরে হাওরে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশুর নাম- তন্নি (১২) তান্নী (৮) ও রবিউল (৩)। এরা গোবিনপুর গ্রামের সোহেল মিয়ার সন্তান।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃষ্টিপাত ও ঢলে সোহেল মিয়ার নতুন বাড়িতে পানি উঠে যায়। সেজন্য ছেলেমেয়েরা দুপুর দেড়টার দিকে পুরাতন বাড়িতে যাওয়ার জন্য নৌকায় রওয়ানা দেয়। কিন্তু মাঝপথে নৌকা উল্টে তিন ভাইবোনের মৃত্যু হয়। ঘটনার সময় দিনমজুর সোহেল মিয়া প্রতিদিনের ন্যায় বাইরে ছিলেন।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, বাড়িতে পানি উঠে যাওয়ায় দুপুর দেড়টার দিকে নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাচ্ছিল ছেলেমেয়েরা। এ সময় বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মাঝপথে নৌকায় পানি উঠে এবং নৌকা উল্টে তিন ভাইবোনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দিনমজুর সোহেল মিয়ার চার সন্তান। বড় মেয়েটা অন্যের বাড়িতে কাজ করে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।