জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরীষকে গ্রেপ্তার করেছে পুবাইল থানার পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পুবাইল থানার মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর ছিলেন শিরীষ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার একটি মামলায় পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরীষকে গ্রেপ্তার দেখিয়ে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পথসভায় নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দিব না বলে হুমকি দেন শিরিষ। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নির্বাচনের একদিন আগে তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.