ন্যাটো : সুইডেন-ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ, রাশিয়ার আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেন এবং ফিনল্যান্ডকে সদস্য হতে ন্যাটো জোট আনুষ্ঠানিকভাবে আমান্ত্রণ জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এ তথ্য জানান। খবর পার্সটুডে’র।

তবে এ নিয়ে রাশিয়া আপত্তি জানিয়ে বলেছে, এই পদক্ষেপে নরডিক অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, এটি হচ্ছে ন্যাটোর সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা। ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়ে তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে সতর্ক করেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
এদিকে, ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ প্রসঙ্গে আপত্তি তুলে নিয়ে মঙ্গলবার চুক্তি হয় তুরস্কের সাথে। এরপর এ দুই দেশের জন্য ন্যাটো জোটে যোগ দেয়ার পথ খুলে যায়। বুধবার ন্যাটোর সম্মেলনে জোটের নেতারা নরডিক দেশ দুটিকে সদস্য হতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় যা এই দশকের মধ্যে সবচেয়ে বড় সম্প্রসারণ।

ন্যাটো জোটের ৩০টি সদস্য দেশই ফিনল্যান্ড এবং সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে একমত হলেও চুড়ান্ত অনুমোদনের জন্য সময় লাগতে পারে এক বছর। তারপর দেশদুটি ন্যাটোর ৫ নম্বর আর্টিকেলের সুরক্ষা নিতে পারবে।

Previous Article

মীরের সঙ্গে সময় কাটাতে চান স্বস্তিকা মুখার্জি

Next Article

বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার নিয়ম