Advertisement
জুমবাংলা ডেস্ক: জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নড়াইল পৌরসভায় “ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য নড়াইল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প” শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১১ টায় নড়াইল পৌরসভার আয়োজনে জেলখানা এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরসভার সচিব ওহাবুল আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন মিয়া প্রমূখ।
জানাগেছে, নড়াইল পৌরসভার জেলখানা এলাকা থেকে দুর্গাপুর পর্যন্তু আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।