in ,

নড়াইলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

নড়াইল

জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলার সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান প্রদান করা হয়েছে।সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সভায় বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।নড়াইলের জেলা  প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত নড়াইল জেলায় কর্মরত ৬৯জন সাংবাদিককে ১০হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান প্রদান করা হয়েছে। সূত্র: বাসস