Advertisement
জুমবাংলা ডেস্ক : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নড়াইলে অবৈধ ইটাভাটা ভাঙার অভিযান চলছে। গত দুইদিনে জেলায় মোট ১০টি ইটভাটা ভাঙা হয়েছে। এই সময়ে আরো ৬টি ইটভাটাকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর টিম।
পরিবেশ অধিদপ্তর যাশোর অঞ্চলের উপ-পরিচালক সাঈদ আনোয়ার এর নেতৃত্বে কালিয়া উপজেলার ৪টি ইটভাটা ভাঙা হয়েছে এবং ৬টি কে জরিমানা করা হয়েছে। এছাড়া লোহাগড়া উপজেলার ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রজিনা আক্তার এর নেতৃত্বে ছিলেন।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।