বিনোদন ডেস্ক: পোলিং অফিসার রিনা দ্বিবেদী। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে হলুদ শাড়ি ও স্লিভলেস ব্লাউজ চোখে রোদচশমা পরে রাতারাতি ভাইরাল বনে যান।
এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে দেখা মিলল তার। শাড়ি নয়, ওয়েস্টার্ন পোশাকেই নজর কাড়লেন তিনি। নতুন করে ভাইরাল সেই পোলিং অফিসার।
রিনার চোখে রোদচশমা আর পরনে কালো স্লিভলেস টপ ও সাদা ট্রাউজার। নির্বাচন পরিচালনা করতে ২২ ফেব্রুয়ারি লখনৌর মোহনলালগঞ্জ বিধানসভা অঞ্চলের এক বুথে পৌঁছান তিনি। কিন্তু শাড়ি ছেড়ে হঠাৎ কেন এই পোশাক? এর উত্তর দিয়েছেন রিনা। তিনি বলেন, একটু বদল তো হওয়াই দরকার।
এদিকে রিনাকে দেখেই সেলফি তুলতে আসেন পুলিশ সদস্যরা। ভিন্ন লুক সম্পর্কে তিনি বলেন, আমি ফ্যাশন ফলো করি। সব সময় আপডেট থাকাই পছন্দ করি। আর সেই কারণেই এবার গেটআপ বদলে ফেলেছি।
ভাইরাল হতে কেমন লাগে জবাবে রিনা জানান, ছবি ভাইরাল হলো কিনা এ নিয়ে আমার কিছু যায় আসে না। আমার ভোটিং করাতে ভালোই লাগে। সেটাই করাই। আমার ছবিগুলো ভাইরাল হওয়ার ব্যাপারটা আমি পজিটিভলি নিই।
২০১৭ সালের উত্তরপ্রদেশ নির্বাচনের সময়ও দ্বিবেদী ইন্টারনেট সেনসেশন ছিলেন।
ইন্ডিয়া টিভি নিউজের খবরে বলা হয়েছে, ২০১৯ সালে নির্বাচন চলাকালীন সময়ে রিনার উজ্জ্বল হলুদ শাড়ি পরা ছবি তুলে দিয়েছিলেন পিডব্লিউডি-এর এক অফিসার। যেটি রাতারাতি ভাইরাল হয়। ২০১৩ সালে স্বামীর মৃত্যুর পর থেকে পিডব্লিউডিতে কর্মরত রয়েছেন রিনা।
ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় রিনা। সেখানে আড়াই লাখের বেশি ফলোয়ার রয়েছে তার। নিজের আবেদনময়ী ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে নিয়মিতভাবে প্রকাশ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।