গোপাল হালদার, পটুয়াখালী: সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার পটুয়াখালীর ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।
সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের নামাজে ইমামতি করবেন দরবার শরীফের পীর মোঃ শফিকুল আলম গনি।
জেলার ২৫ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দনি দেবপুর, সদর উপজেলার বদরপুর, ছোটবিঘাই, বড় বিঘাই এবং ইটবাড়িয়া।
প্রায় শত বছর যাবত সৌদি আরবের সাথে সংগতি রেখে রোজা, ঈদ-ঊল-ফিতর, ঈদ-ঊল-আযহা সহ ইসলাম ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।
বদরপুর দরবার শরীফের খাদেম মোঃ নাজমুল হোসেন জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের সঙ্গে জেলার ২৫ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করবেন।
সৌদি আরবের সাথে মিল রেখে ১৯২৮ সাল থেকে পটুয়াখালীর ২৫ গ্রামের মানুষ একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদুল ফিতর উদযাপন করেন।
ঈদ-উল-ফিতর উপলক্ষে এ সকল এলাকায় মুসলমানদের ঘরে ঘরে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।