আন্তর্জাতিক ডেস্ক : নিজের ছেলেকে হত্যা করার অপরাধে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলে না যাওয়া এবং পড়াশোনায় অমনোযোগিতার মতো সামান্য অপরাধে বাবার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ১৪ বছর বয়সী তেজাস নামের ওই কিশোর। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি শহরজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের বরাতে দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেজাসের স্কুলে না যাওয়া, পড়াশোনায় উদাসীনতা এবং ‘খারাপ ছেলেদের’ সঙ্গে মেলামেশা করার কারণে ক্ষুব্ধ ছিলেন বাবা। ঘটনার সত্যতা স্বীকার করে এক পুলিশ কর্মকর্তা ডেকান হেরাল্ডকে জানিয়েছেন, ‘মৃত্যুর পেছনের কারণ সম্ভবত স্কুলে না যাওয়া এবং পড়াশোনা না করা।’
কেএস লেআউট থানায় ভারতীয় আইন বিএনএস-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ এই ঘটনার ব্যাপারে আরও তদন্ত করছে, এবং বিস্তারিত তথ্যের জন্য তদন্ত অব্যাহত রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।