পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি যেখানে একমাত্র ভরসা

ছবিটি আজ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের রসূলপুর চর থেকে তোলা। -পিবিএ

গাইবান্ধা প্রতিনিধি: শুস্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর বুকজুড়ে প্রায় ধু-ধু বালুচর। এর মধ্যেও পলি জমে থাকা কিছু চরে স্বপ্ন বুনে স্থানীয় কৃষকরা। এসব চরে গাঞ্জিয়া ধান, বাদাম, ডাল, আলুসহ নানা শাকসবজি উৎপন্ন হয়। চরের সঙ্গে মূল সড়কের যোগাযোগের ব্যবস্থা না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে নানা সমস্যার সম্মুখীন হতেন কৃষকরা। বিশেষ করে বালুচরে পরিবহনের ব্যবস্থা না থাকায় ফড়িয়া ব্যবসায়ীদের কাছে বাধ্য হয়ে কম মূল্যে ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত হতেন তারা।

তবে এই সমস্যার সমাধান করে দিয়েছে ঘোড়ার গাড়ি। বিস্তীর্ণ বালুচর কিংবা চরের ভাঙা রাস্তার মধ্য দিয়ে ঘোড়ার গাড়ির মাধ্যমে কৃষকরা সহজে তাদের পণ্য পরিবহন ও যাতায়াতের কাজ সারছেন। চরের বালুর ওপর দিয়ে ওই গাড়িগুলো দিব্যি চলতে পারে। ঘোড়ার গাড়ির মাধ্যমে মালপত্র পরিবহনের ব্যয়ও কম। শুস্ক মৌসুমে এই এলাকার  অনেক বেকার উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছেন ঘোড়ার গাড়ি তৈরি করাকেও।