Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের ঝিকরগাছা রাজগঞ্জ সড়কের হানুয়ার এলাকায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক মহিউদ্দিন চৌধুরী নিহত হয়েছে। এ সময় তার আরোহী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন চৌধুরী ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে।
নিহতের ভাই লেন্টু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মহিউদ্দিন চৌধুরী ব্যবসায়ীক কাজে রাজগঞ্জে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেল ফরিদ নামে এক ব্যক্তি ছিলেন। রাজগঞ্জের অদঝরে হানুয়ার এলাকায় পৌছালে রাস্তার এক পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার খাদে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালের ডাক্তার মাহমুদুল হাসান পান্নু মহিউদ্দিন চৌধুরীকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল আরোহী ফরিদকে ওয়ার্ডে পাঠিয়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।