জুমবাংলা ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংক লিমিটেড হতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৩ জন মহাব্যবস্থাপক।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রূপালী ব্যাংক লিমিটেডের ১৩ জন উপ-মহাব্যবস্থাপক পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হয়েছেন।
শনিবার (১০ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন মহাব্যবস্থাপক জিএম মোহাম্মদ সাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য্য, মো. মইনুদ্দিন মাসুদ, তাজ উদ্দীন আহমেদ, মোহাম্মদ আমীর হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মইন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, রোকনুজ্জামান, মো. আবুল হাসান ও এস. এম. দিদারুল ইসলাম ।
পরে মহাব্যবস্থাপকগণ বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।