বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পদ্মাসেতুর মালামাল বহনকারী ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর সংলগ্ন গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. সেলিম বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পদ্মাসেতুর গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়া যাচ্ছিল ‘এমভি হ্যাং গ্যাং-১’। ভাসানচরের অদূরে জাহাজটির স্টিয়ারিং ফেল হয়, এতে সাগরে ডুবে থাকা আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা নাবিকরা অন্যান্য নৌযানের সাহায্যে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছেন।
তিনি আরো বলেন, আগে ডুবে যাওয়া জাহাজের এলাকা চিহ্নিত করে মার্কিং বয়া স্থাপন করা হয়েছিল যাতে অন্যান্য জাহাজ নিরাপদে চলাচল করতে পারে। মূলত স্টিয়ারিং ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে, ১০ জুলাই সকালে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে থাকা বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।