জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে ৮ কেজি ওজনের একটি ঢাইমাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ৮ কেজি ওজনের ঢাই মাছটি দুলাল মোল্লার আড়ত থেকে সকালের দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে আমি দুই হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মাছটি এনে আমার দোকানে রেখেছি। ১১টার দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় নানান ধরনের মাছ ধরা পড়ছে। বিলুপ্ত হওয়া ঢাই মাছটি নদীতে তেমন পাওয়া যায় না বলে জানান।
ড্রাগন ফল চাষে সাফল্য, বছরে আড়াই লাখ টাকা আয় সিরাজগঞ্জের কামরুজ্জামানের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।