জুমবাংলা ডেস্ক : পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজি ওজনের এক বাঘাইড় মাছ। বিশালাকারের মাছটি ৩৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের পদ্মা নদীর অন্তর মোড় এলাকায় কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পরে।
এর পর বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৩২ হাজার ৪০০ টাকায় কেনেন।
এদিন বিকেলে প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৫০ টাকায় বেচে দেন তিনি।
মো. শাজাহান শেখ বলেন, শুক্রবার বিকেলে ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৩৩ হাজার ৭৫০ টাকায় কুষ্টিয়ার কুমারখালী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস অফিসার মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই এমন বড় বড় রুই, কাতল, বোয়াল, চিতল, পাঙাস,বাগা সহ অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।