পবায় চায়ের দোকানে কাফনের কাপড়, এলাকাজুড়ে আতঙ্ক

kafon

kafon

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরা, গোলাপ জল ও চারটি চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছেন দুর্বৃত্তরা।

এতে আতঙ্ক বিরাজ করছে এলাকায়জুড়ে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে নওহাটা পৌর এলাকার পাইকপাড়া গ্ৰামের ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুলের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন দুর্বৃত্তরা।

এ বিষয়ে ইনতাজের মোড়ে অবস্থিত সালমান স্টোরের সত্ত্বাধিকারী মিনারুল ইসলাম বলেন, সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা আমার দোকানের সামনে গোলাপ জল, চারটি শপিং ব্যাগের ভেতর ছোট কাগজের টুকরোতে চারটি (আ, আ, ম, জ) অক্ষর ও চার টুকরো কাফনের কাপড়ে লাল কালি দিয়ে গুণ চিহ্ন দেয়া কাপড় রেখে যান। এতে এলাকাবাসী সবাই আতঙ্কে রয়েছি।

বাংলাদেশের সবাই এক পরিবার: ড. ইউনূস

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে।এলাকাবাসীকে আতংকিত না হয়ে ধৈর্য্য ধারণের অনুরোধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।