পবিত্র কাবাঘরের সামনে বিখ্যাত ইউটিউবার দাউদ কিম
বিনোদন ডেস্ক: ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার দাউদ কিম। শনিবার (১৪ জানুয়ারি) ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বার তিনি ইসলামের প্রধান সম্মানিত এই স্থানে যান। এর আগে ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্দান্ত ভ্রমণের কথা জানান।
পবিত্র কাবাঘর প্রাঙ্গণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করে দাউদ কিম বলেন, ‘পবিত্র এই স্থান আমার ঠিকানার মতো। এই স্থান খুবই পবিত্র ও সম্মানিত। এখানে এসে সবার মধ্যে জিজ্ঞাসা তৈরি হয় যে আমরা কেন জন্ম নিয়েছি? আমরা কেন বেঁচে আছি? আমরা কোথায় যাব?’
আল্লাহর অনুগ্রহে সুপথপ্রাপ্তির কথা জানিয়ে দাউদ কিম বলেন, ‘আমার জীবন ছিল খুবই এলোমেলো। আমি ভেবেছিলাম সবচেয়ে অসুখী ব্যক্তিটি আমি। সব সময় আমি উত্তরের আশায় ঘুরে বেড়িয়েছি। আমি উপলব্ধি করেছি যে আমি একাকী নই। আমার পাশে এমন কেউ রয়েছেন যিনি আমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন। অবশেষে আমি বুঝতে পারি, আল্লাহ আমার পাশে রয়েছেন।’
ইসলাম ধর্মে নিজের সব জবাব পেয়েছেন জানিয়ে দাউদ কিম লেখেন, ‘ইসলাম আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে। যে কারণে আমাকে সৃষ্টি করা হয়েছে এবং যে কারণে আমি বেঁচে আছি। সর্বশেষ আমাদের পার্থিব জীবনের পর আমরা যেখানে যাব। আমি খুবই আনন্দিত যে মহান আল্লাহ আমাকে মুসলিম হিসেবে বেছে নিয়েছেন।’
দাউদ কিম আরো লেখেন, ‘ইসলাম আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে। আমার যা যা করণীয় সেই ব্যাপারে আল্লাহ আমাকে পরিচালনা করেছেন। হ্যাঁ, আমার জীবন এখনো নিখুঁত নয়। অনেক সময় সমালোচনার সম্মুখীন হই। আমি এখনো ভুল করি…। তবুও আমি একজন মুসলিম। আর আমি কখনোই আল্লাহর রহমত ত্যাগ করব না। আমার বিশ্বাস কখনো বদলাবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর রাসুল।’
মক্কা ভ্রমণের কথা লিখে দাউদ কিম বলেন, ‘এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান পবিত্র মক্কা শহরে এসেছি। মহান আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমি আশা করি মহান আল্লাহ সেই সব ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করবেন যাদের তাঁর সাহায্য প্রয়োজন। আল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর ওপর রহমতের ধারা অব্যাহত রাখুন সেদিন পর্যন্ত যখন আমরা জান্নাতে মিলিত হব।’
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্লগার জে কিম ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি দাউদ কিম নাম ধারণ করেন। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সারা বিশ্বে পরিচিত। নানা বিষয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার ইসলাম গ্রহণের ভিডিও প্রায় অর্ধকোটি বার ভিউ হয়।
দাউদ কিম বলেন, ‘পবিত্র এই স্থান আমার ঠিকানার মতো। এই স্থান খুবই পবিত্র ও সম্মানিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।