আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
রমজানে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবান নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি আশা করছি। এ জন্য অনেক কাজ করে যাচ্ছি। যদিও এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি।
চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ কিংবা ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, আসছে সোমবারের মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি হতে হতে পারে।
এদিন গাজায় আকাশপথে সহায়তা পাঠানোর সহায়তা পাঠানোর ঘোষণা দেন বাইডেন। এর একদিন আগেই গাজায় ত্রাণ আনতে গিয়ে শতাধিক ফিলিস্তিনি নিহত হন।
গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫ হাজারেরও বেশি নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।