বিনোদন ডেস্ক : ‘পরকীয়া প্রেম’ করে ধরা খেলেন সিমা রোজ। শিরোনামটি দেখে অনেকের চোখ কপালে উঠেছে।। হ্যা ধরা পড়েছেন ঠিকই তবে তা বাস্তবে হয়। নির্মাতা আকাশ আমিনের পরিচালনায় কাজী সবুজের চিত্রনাট্যে ‘পরকীয়া প্রেম’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচিত্রত্রে এমনটি দেখা যাবে। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি।
স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা, জিদান, কাজী সবুজ, সিমা রোজ ও ইমরান। শর্টফিল্মটির গল্পে দেখা যাবে, জিসান আর নিশি হাসবেন্ড ওয়াইফ৷ নিশি খুব স্বামীভক্ত স্ত্রী একদম সেকেলে। জিসানও বউ পাগল একজন, যে কিনা নিজের বউ ছাড়া অন্য কোন মেয়েদের দিকে তাকায় না। আসলে এই সবের ভিতরে লুকিয়ে আছে অন্য চরিত্র, যাকে বলি আমরা পরকীয়া।
জিসান অফিসের কাজের জন্য নেত্রকোনা যাবে এই কথা বলে বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে বান্ধবী পিংকির সাথে ইনজয় করতে চলে যাবে কক্সবাজার। অপরদিকে স্ত্রী মহাখুশি যে জিসান নেত্রকোনা চলে গেছে অফিসের কাজে এই ফাঁকে সেও তার বন্ধু টিটুর সাথে কক্সবাজার যাবে মনের সুখে। অবশেষে হাসবেন্ড জিসান জনি তার বান্ধবীসহ কক্সবাজারে আর এদিকে জিসানের স্ত্রী নিশিও তার বন্ধু টিটুসহ কক্সবাজার।
কিন্তু জিসান আর তার বান্ধবী জানে না জিসানের স্ত্রী নিশি আর টিটু কক্সবাজারে আর এদিকে টিটু আর জিসানের স্ত্রী নিশিও জানে না যে তার স্বামীও অন্য একজন পরনারীর সাথে কক্সবাজারে। এভাবেই এগিয়ে যায় স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটির গল্প।
পোস্ট বক্সের ব্যানারে ‘পরকীয়া প্রেম’ প্রযোজনা করেছেন শহীদ খান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.