পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য থাকার অর্থ তৈরি করা নয় : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন। খবর পার্সটুডে’র।

মিখাইল উলিয়ানোভ

তিনি গতরাতে (রোববার রাতে) ভিয়েনায় বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে নীতি শুরু করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা অব্যাহত রেখেছেন। আমি একথা বলতে চাই যে, মার্কিন সরকারের চাপ প্রয়োগের এই নীতির প্রতিক্রিয়ায় ইরান শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। কিন্তু ইরানের শীর্ষতম পর্যায় থেকে বহু আগে [রাশিয়াকে] সুস্পষ্টভাবে জানানো হয়েছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়নি।

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক এক টুইটার বার্তায় লিখেছেন, কোনো কিছু তৈরি করার সামর্থ্য থাকার অর্থ এই নয় যে, কেউ তা তৈরি করার পরিকল্পনা করেছে। সে যাই হোক, ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থার জন্য ট্রাম্প ও বাইডেনের ইরানবিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি দায়ী।

মিখাইল উলিয়ানোভ দৃশ্যত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজির এক সাক্ষাৎকার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন।

কামাল খাররাজি আল-জাযিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান মাত্র কয়েক দিনের ব্যবধানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০ থেকে ৬০ ভাগে উন্নীত করেছে এবং এই মাত্রাকে ৯০ ভাগে নিয়ে যাওয়াও এখন তেহরানের জন্য সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, কাজেই এ বিষয়টি এখন আর কারো কাছে অস্পষ্ট নয় যে, পরমাণু অস্ত্র তৈরি করার সম্পূর্ণ কারিগরি দক্ষতা ইরানের রয়েছে যদিও এই অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত তেহরান নেয়নি।