আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু বোমা মেরে ঘূর্ণিঝড় ঠেকালে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছে মার্কিন সমুদ্র বিষয়ক সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মর্মে পরামর্শ দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এমন হুশিয়ারি উচ্চারণ করলো সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ‘দ্য ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ বলেছে, ‘ঘূর্ণিঝড়ের মৌসুম এলেই পরমাণু বোমা মেরে সেটি ঠেকানোর পরামর্শ শোনা যায়। কিন্তু বোমা মেরে ঘূর্ণিঝড় তো ঠেকানো যাবেই না, উল্টো বাতাসের কারণে তেজস্ক্রিয়তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়বে। এটা বলা বাহুল্য যে বোমা মেরে ঘূর্ণিঝড় ঠেকানো যুক্তিসই কোনো পরামর্শ নয়।’
সম্প্রতি মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ঘূর্ণিঝড় ঠেকাতে পরমাণু বোমা মারার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা নাকি তিনি বলেছিলেন ঘূর্ণিঝড় নিয়ে সরকারের উচ্চপর্যায়ের এক ব্রিফিংয়ে।
ট্রাম্পের পরমাণু বোমা মেরে ঘূর্ণিঝড়ের আঘাত ঠেকানোর এ চিন্তাভাবনা নতুন নয়। ২০১৭ সালেও তিনি হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তাকে একই ধরনের কথাবার্তা বলেছিলেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel