Views: 19

আন্তর্জাতিক

পরমাণু সমঝোতায় যোগ দেয়ার অবস্থায় নেই যুক্তরাষ্ট্র : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যোগ দেয়ার কাছাকাছি অবস্থানে আসেনি। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে সম্প্রতিক এক বৈঠকের সময় বাইডেন একথা বলেছেন।

পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে ইসরায়েল বিরোধিতা করে আসছে। ইসরায়েলের একজন অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় ইয়োসি কোহেন বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার মূল চুক্তিতে ফেরা আমেরিকার জন্য ভুল হবে।

নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি গুপ্তচর প্রধান ইয়োসি কোহেনকে আশ্বস্ত করেছেন যে, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা থেকে আমেরিকা এখনো বহু দূরে রয়েছে। তিনি বলেন, এ ধরনের আলোচনার পর সমঝোতা প্রতিষ্ঠত হলে তবেই কেবল আমেরিকা ২০১৫ সালের পরমাণু সমোঝাতায় ফিরবে।

Share:আরও পড়ুন

কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু

Saiful Islam

হামাসের ছোঁড়া শত শত রকেট আকাশেই নিষ্ক্রিয় করছে `আয়রন ডোম’

mdhmajor

ক্ষয়ক্ষতি মেরামতের জন্য গাজাকে ৫০০ মিলিয়ন ডলার দেবে মিসর

Saiful Islam

যে কারণে গঙ্গায় ভাসছে মরদেহ

Saiful Islam

ইসরায়েলে ফের লেবানন থেকে রকেট হামলা

azad

প্রবাসী আয়ে এবার সপ্তম অবস্থানে বাংলাদেশ

Shamim Reza