আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবিাদি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। খবর পার্সটুডে’র।
তিনি এক টুইটার বার্তায় আরও লিখেছেন, এর আগেও যেমনটি বলেছি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র দায়িত্ব হচ্ছে পরমাণু সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ, ন্যায্যতা প্রতিপাদন এবং এ সংক্রান্ত বাস্তব পরিস্থিতির বিষয়ে সর্বশেষ তথ্যসম্বলিত প্রতিবেদন উপস্থাপন।
তিনি বলেন, পরমাণু সমঝোতা কীভাবে বাস্তবায়িত হচ্ছে বা হবে সে সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়া আইএইএ’র দায়িত্ব নয়। আইএইএ-কে এ সংক্রান্ত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের জন্য নতুন কোনো সনদ বা চুক্তির প্রয়োজন নেই। এ ক্ষেত্রে আইএইএ’র কোনো ভূমিকারও প্রয়োজন নেই। বিষয়টিকে জটিল করার কোনো কারণ নেই।
সম্প্রতি আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে নতুন সমঝোতার প্রয়োজন রয়েছে। কারণ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।