জুমবাংলা ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ফলদ ও ফুলের গাছ রোপণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ।
বুধবার (৫ জুন) দুপুরে নিজ মন্ত্রণালয়ের উদ্যানে তিনি এ বৃক্ষরোপণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম ও টানা এক দশক পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকারী হাছান মাহমুদ দিবসটি উপলক্ষে একটি পলাশ ফুল ও বেল গাছ নিজ হাতে রোপণ করেন।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সামুদ্রিকবিষয়ক ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মোঃ খুরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মোঃ নজরুল ইসলাম, বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বয়ক আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ এফ এম জাহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।