Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পরিচালকের সঙ্গে লিভ ইন, লাস্যময়ী হয়েও হারিয়ে গেলেন অভিনেত্রী
    বিনোদন

    পরিচালকের সঙ্গে লিভ ইন, লাস্যময়ী হয়েও হারিয়ে গেলেন অভিনেত্রী

    Shamim RezaDecember 21, 20204 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : আদর্শ মেয়ে থেকে কর্তব্যপরায়ণ পুত্রবধূ। ছোটপর্দায় সবরকম ভূমিকায় তিনি কৃতকার্য। সেখান থেকে বড় পর্দার নায়িকা হয়েছিলেন। কিছু ছবিতে অভিনয় প্রশংসিত হওয়ার পরে মিলিয়েই গেলেন প্রাচী দেশাই।

    প্রাচীর জন্ম গুজরাতের সুরাতে। ১৯৮৮ সালের ১২ সেপ্টেম্বর। তার বাবা নিরঞ্জন ছিলেন অধ্যাপক। মা, অনিতা শিক্ষিকা। প্রাথমিক পড়াশোনা সুরতের স্কুলে। তার পরের গন্তব্য ছিলো পঞ্চগনির সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল।

    বি এ পড়ার জন্য তিনি ভর্তি হন পুণের সিংহগড় কলেজে। কিন্তু অভিনয়ের কেরিয়ারের জন্য তার কলেজপাঠ অসমাপ্তই থেকে যায়। কলেজে পড়ার সময় একটি অভিনয়ের ওয়ার্কশপে যোগ দেন প্রাচী। খবর পান, বালাজি টেলিফিল্মস অডিশন নিচ্ছে তাদের ধারাবাহিকের জন্য। তিনি অডিশন দেন এবং মনোনীত হন একতা কপূরের ‘কসম সে’ ধারাবাহিকের জন্য।

    ‘কসম সে’ ধারাবাহিকে রাম কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে পর্দায় ফুটিয়ে তোলেন ‘বাণী’র চরিত্র। দর্শকদের খুব কাছের চরিত্র ছিলো এটি। তবে ‘কসম সে’ ধারাবাহিকের মাঝপথে চিত্রনাট্যে একটা বড় পরিবর্তন হয়। বয়স বাড়িয়ে দেওয়া হয় চরিত্রদের। সে সময় প্রাচী ইউনিট ছেড়ে দেন। কারণ ২০ বছর বয়সে তিনি চাননি পর্দায় ১৭-১৮ বছর বয়সি সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করতে।

    এরপর প্রাচীকে দেখা গিয়েছিলো ‘ঝলক দিখলা যা’ শোতে। সেখানে তিনি নিজের চেনা ভাবমূর্তি থেকে বেরিয়ে অন্য চেহারায় ধরা দিয়েছিলেন। কেরিয়ারের প্রথম থেকে একতা কাপুরের সঙ্গে তার হৃদ্যতা। একতা কাপুরের পার্টিতে প্রাচী ছিলেন নিয়মিত মুখ।

    ছোট পর্দা থেকে বড় পর্দায় লাফ দেওয়ার সময় একতা কাপুরের হাতেই তার গ্রুমিং হয়েছিলো। একতার আত্মীয় অভিষেক কাপুরের ছবি ‘রক অন’তে সুযোগ পান প্রাচী। তার নাম প্রস্তাব করেন একতাই।

    ফরহান আখতার, অর্জুন রামপালের সঙ্গে ‘রক অন’তে স্ক্রিন শেয়ার করেন প্রাচী। বক্স অফিসে সুপারহিট ছবিটি জাতীয় পুরস্কারও পায়। ছবির জগতে পরিচিতি পান প্রাচী। এরপর ‘লাইফ পার্টনার’ ছবিতে তিনি তুষার কাপুরের বিপরীতে অভিনয় করেন।

    প্রাচীকে আবার বড় ব্রেক দেন একতা। তার হোম প্রোডাকশনের ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’তে অভিনয় করেন প্রাচী। সাতের দশকের রেট্রো লুকে ইমরান হশমীর বিপরীতে প্রাচর অভিনয় প্রশংসিত হয়।

    এরপর অজয় দেবগণের সুপারিশে প্রাচী অভিনয় করেন ‘বোল বচ্চন’তে। প্রতি ছবিতে নিজের ইমেজ ভাঙতে ভালোবাসতেন প্রাচী। রোহিত শেট্টি পরিচালিত এই কমেডি ছবির শুটিংয়ের বড় অংশ ছিলো রাজস্থানে। ছবিতে ছিলেন অভিষেক বচ্চন এবং আসিনও। এই ছবির সময় প্রাচীর ঘনিষ্ঠ হয়ে পড়েন রোহিত। সে সময় ব্যক্তিগত জীবনে স্ত্রীর সঙ্গে রোহিতের সম্পর্কে টানাপড়েন চলছিল।

    শুটিংয়ের বাইরে রাজস্থানে শুধু শপিং বা ডিনারই নয়। মুম্বাই ফিরেও একসঙ্গে থাকতে শুরু করেন দু’জনে। তবে প্রকাশ্যে একসঙ্গে আসতেন না। সম্পর্ক লুকিয়ে রাখতেন সংবাদ মাধ্যমের কাছেও। ‘মেন্টর’ একতা কাপুরের বদলে প্রাচী পেয়ে গিয়েছিলেন ‘গডফাদার’ রোহিতকে। তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরে একতার সঙ্গে প্রাচীর সম্পর্ক তিক্ত হয়ে যায়। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে প্রাচীর বদলে একতা নেন সোনালি বেন্দ্রেকে।

    তবে বলিউডে কারো সঙ্গে সম্পর্ক খারাপ করতে নারাজ ছিলেন রোহিত শেট্টী। তার উদ্যোগ ফের একতা-প্রাচী সম্পর্ক জোড়া লাগে। আবার এও শোনা যায় নিজের স্বার্থেই একতার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছিলেন প্রাচী। কারণ একতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে তিনি ছবিতে সুযোগ পাচ্ছিলেন না।

    ‘বোল বচ্চন’র পরে ‘আই মি অউর মেঁ’ এবং ‘পুলিশগিরি’ ছবিতে অভিনয় করেন প্রাচী। কিন্তু দু’টি ছবিই ব্যর্থ হয়। ‘সিঙ্ঘম রিটার্নস’তে অবশ্য প্রাচীর অভিনয়ের কথা ছিলো প্রথমে। কিন্তু এই ছবিতে অজয়ের সুপারিশে নেওয়া হয় কারিনা কাপুরকে।

    ২০১৩ সাল নাগাদ রোহিত-প্রাচীর বিচ্ছেদ নিয়ে খবর আসতে থাকে। কারণ দু’জনের পরিবারে তাদের সম্পর্ক নিয়ে আপত্তি ছিলো। এরপর রোহিত ফিরে যান স্ত্রী ও দুই সন্তানের কাছে। প্রাচী আবার ঘুরেফিরে চলে আসেন তার আগের জায়গায়।

    এবার ছবিতে সুযোগ পাওয়ার জন্য ভরসা ছিলেন একতা কাপুরই। তিক্ততা ভুলে আবারো একতা পাশে দাঁড়ান প্রাচীর। সুযোগ দেন ‘এক ভিলেন’ ছবিতে। এই ছবিতে একটি আইটেম নাচে অংশ নেন প্রাচী। তবে এই নাচে প্রাচীর লুক ছিলো যথেষ্ট বিতর্কিত।

    অভিযোগ, প্রাচীকে এই নাচের জন্য সিলিকন ইমপ্ল্যান্ট ব্যবহার করতে বলেছিলেন কস্টিউম ডিজাইনাররা। শুনেই নাকি ক্ষোভে ফেটে পড়েন প্রাচী। রাগ করে নিজেকে বন্দি করে নেন ভ্যানিটি ভ্যানে।

    শেষে একতা কাপুর বোঝানোর পরে প্রাচী রাজি হন। তিনি বুঝতে পারেন চিত্রনাট্য ও চরিত্রের দাবিতে তাকে ওই লুকে হাজির হতে হবে। ফলে ‘পাশের বাড়ির মেয়ে’ লুকের বাইরে লাস্যময়ী চেহারায় ধরা দিলেও প্রাচীর এই লুক চিহ্নিত হয় বিতর্কিত বলে।

    এরপর প্রাচী ধীরে ধীরে নিজের লুক পাল্টে ফেলেন। স্বল্পবাসে সাহসী মেক আপে নিজেকে সাজিয়ে তোলেন। শোনা যায়, সে সময় তিনি নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য অস্ত্রোপচারও করিয়েছিলেন। কিন্তু প্রাচী সে সব দাবি অস্বীকার করেন।

    ২০১৬ সালে একতা কাপুর ‘আজহার’ ছবিতে প্রাচীকে সুযোগ দেন। কিন্তু দর্শক এই ছবি থেকে মুখ ফিরিয়ে ছিলেন। ফলে ছবিতে প্রাচীর অভিনয় সকলের অগোচরেই থেকে যায়। এই সময় বোন এষা দেশাইকেও ইন্ডাস্ট্রিতে এনেছিলেন প্রাচী। কিন্তু ছবির মাঝপথেই অভিনয় ছেড়ে দেন এষা। তার অভিযোগ ছিলো, অভিনয় করলে তার বিবাহিত সাংসারিক জীবনে ভারসাম্য বিঘ্নিত হবে।

    ২০১৬ সালে ‘রক অন টু’তে অভিনয় করেন প্রাচী। কিন্তু এই ছবিটি সুপারফ্লপ হয়। ছবির নির্মাতার অভিযোগ করেন প্রাচী তার অভিনীত চরিত্রের প্রতি সুবিচার করেননি। এরপর ‘কার্বন’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করেছিলেন প্রাচী। তারপর বিনোদন দুনিয়া থেকে তিনি উধাও হয়ে যান।

    গুঞ্জন শোনা গিয়েছিলো দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনয়ের চেষ্টা করছেন প্রাচী। কিন্তু সেখানেও তার কোনো ছবি মুক্তি পায়নি। ‘পাশের বাড়ির মেয়ে’ থেকে সাহসী লুকে ধরা দেওয়ার পরেও তার কেরিয়ারে বাড়তি কোনো গতি যোগ হয়নি।

    সাড়া জাগানো শুরুর পরেও বিস্মৃতির আড়ালেই চলে যেতে হল নিষ্পাপ সৌন্দর্যের এই নায়িকাকে। খবর: আনন্দবাজার পত্রিকা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন ৫টি ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

    October 7, 2025
    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন রোমান্টিক ওয়েব সিরিজ, সম্পর্কের জটিলতায় ভরপুর কাহিনি!

    October 7, 2025
    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন রোমান্স ও রহস্যে ভরা ওয়েব সিরিজ

    October 7, 2025
    সর্বশেষ খবর
    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন ৫টি ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

    Gold

    একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে যত টাকা

    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন রোমান্টিক ওয়েব সিরিজ, সম্পর্কের জটিলতায় ভরপুর কাহিনি!

    বেসরকারি ব্যাংক

    বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংকগুলো, জেনে নিন

    ফখরুল

    জাতীয় নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মির্জা ফখরুল

    Sarjis

    মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

    Girls

    মেয়েদের কোন জিনিস ধুলেও পরিষ্কার হয় না? অনেকেই জানেন না

    Trump TikTok comeback

    Trump’s TikTok Comeback: Former President Declares “You Owe Me” in Viral Return

    প্রশ্ন ও উত্তর

    এমন কোন জিনিস মেয়েরা মুখে দেয় ও শরীরেও লাগায়

    MU

    পদ থেকে অব্যাহতি চেয়ে মাউশি মহাপরিচালকের আবেদন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.