বিনোদন ডেস্ক : তুফান’র টিজার প্রকাশের পর থেকেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। শাকিব খান অভিনীত সিনেমার টিজার প্রকাশের পর থেকেই এটি ভারতীয় অ্যানিমেল ও কেজিএফ-এর সঙ্গে দারুণ মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা।
রাফী যে দুই সিনেমা থেকে কাটকপি মেরে একটি সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন এমন আভাস নেটিজেনদের মন্তব্যে প্রকাশ পাচ্ছে। পরিচালকের এমন কাণ্ডে ফেসবুকেও যেন ‘তুফান’ নেমে এসেছে।
এবার ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের স্ট্যাটাস সেই আগুনে যেন ঘি ঢেলে দিল। চারদিকে যখন রাফিকে ‘কপিরাজ’ উপাধিতে ভূষিত করা হচ্ছে ঠিক সেই সময়ে আদনানের স্ট্যাটাসটি নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও সেই স্ট্যাটাসে ‘তুফান’ নিয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি প্রতাপশালী এই প্রযোজক। আরশাদ আদনান লিখেছেন, নকল পণ্যে বাজার সয়লাব হ্যাঁ ভয় পাইছি? এত কপি এবং নকল দেখে।
এই প্রযোজকের পোস্টের নিচে কাটকপির বিষয়টি নিয়ে ‘তুফান’ পরিচালককে একহাত নিচ্ছেন নেটিজেনরা।
যেখানে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’র মতো মৌলিক গল্পের মাধ্যমে প্রযোজক আরশাদ আদনান সিনেমা হলে দর্শক ফেরানোর মিশনে নেমেছেন। পাশাপাশি বিদেশেও বাংলা সিনেমা মুক্তি দিয়ে আলোচিত হয়েছেন। সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে নিজের সিনেমার নায়ককে এই টুকলি করা দৃশ্যে অভিনয় দেখে হয়তো নিজের বিরক্তি প্রকাশ করলেন এই প্রযোজক। তার অভিযোগের তীর যে তুফান’র পরিচালক রাফীর দিকেই তা বুঝতে কারও বাকি নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।