আন্তর্জাতিক ডেস্ক : জীবকূলের শ্রেষ্ঠ মানুষ ধূমপান করে রাস্তায় ফেলছেন সিগারেটের টুকরো। আর সেসব টুকরো কুড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলছে কাক! এককথায় বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ করছে অবুঝ প্রাণিটি।
এমন ঘটনা নিয়মিতই ঘটছে ইউরোপের দেশ সুইডেনে। জানা গেছে, এসব কাক প্রশিক্ষণপ্রাপ্ত। রাস্তায় পড়ে থাকা আবর্জনা তুলে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার প্রশিক্ষণ তাদের দিয়েছে করভিড ক্লিনিং সুইডিশ কোম্পানি।
সুইডেনের রাস্তায় ফেলা আবর্জনার মধ্যে সিগারেটের অবশিষ্টাংশই সবচেয়ে বেশি। গুনে দেখা গেল, মোট অপচনশীল আবর্জনার ৬২ শতাংশই সিগারেটের ফিল্টার। তাই শুরুতে এক দল কাককে সেটি সংগ্রহ করার প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাজারে এলো কাঁচা বাদাম জুতা, রয়েছে কাঁচা বাদামের ফ্লেভারও
প্রথম পরিকল্পনাতেই সফল তারা। অনেক কাক এখন নিয়মিত সুইডেনের পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায় কাজ করছে।
অবশ্য এ কাজে জড়িত রাখতে কাকগুলোকে দেখানো প্রলোভন দারুণ কাজে লাগানো হয়েছে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বের হচ্ছে খাবার। খাবারের লোভে কাকগুলো নিরলস শ্রম দিয়ে যাচ্ছে।
করভিড ক্লিনিং জানিয়েছে, এক কাকের দেখাদেখি অন্য কাকেরাও নাকি এখন পরিচ্ছন্নতার এ কাজে যোগ দিয়েছে। এ কাজে কাকের দলকে কাজে লাগালে তাদের পরিচ্ছন্নতার খরচ ৭৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভিডিওতে দেখুন—
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।