কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিত্যক্ত ও দখলী ভূমি উদ্ধার করে মাছ চাষ, বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বাড়তি আয়ের সুযোগ পাবেন জলাশয় তীরবর্তী মানুষ। এই জনপদের অধিবাসীরা আশা করছেন, এ উদ্যোগের ফলে তাদের ভাগ্য বদলাবে।
রবিবার (০৫মে) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন। এসময় আরও উপস্থিত ছিলেন-রংপুর মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আতাউর রহমান খান, ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসার মাহমুদুন্নবী মিঠু, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ।
জানা গেছে, দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি ও জলাশয়ের জীব বৈচিত্র রক্ষায় সরকার রংপুর বিভাগের ৮ জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে সরকারি প্রাতিষ্ঠানিক পুকুর, বরোপীট, বন্ধ জলাশয় পূন:খনন, অভয়াশ্রমের মাধ্যমে মাছ চাষ, বিল নার্সারীর মাধ্যমে উন্নয়নের ধারায় যুক্ত হবে শতাধিক দরিদ্র পরিবার।
এ লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় ৪৬টি পরিবারসহ ১৪০টি পরিবারকে ২টি খাসসহ ১৩টি পুকুর এবং ৩টি বরোপীট খনন ও সংস্কারের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডে যুক্ত করা হচ্ছে। এজন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এর মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটবে বিলুপ্ত ছিটবাসীদের জীবনে।
এ প্রসঙ্গে আলাপকালে রংপুর মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আতাউর রহমান খান জুমবাংলাকে বলেন, ‘রংপুর বিভাগের ৮টি জেলার ৪০টি উপজেলার ৩৯৮টি ইউনিয়নে অব্যবহৃত জলাশয় সংস্কার করে মাছ চাষ করা হবে।তাছাড়া বিল ও পুকুর পাড়ে নার্সারী স্থাপন করে এ অঞ্চলের দরিদ্র মানুষদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এজন্য বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।