বিনোদন ডেস্ক : পরিবারের সব সদস্যদের নিয়ে কোয়ারেন্টাইনে কলকাতার জনপ্রিয় অভিনেতা ও এমপি দেব। তার ম্যানেজারের করোনা পজিটিভ হওয়ায় পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকবেন এই অভিনেতা। মঙ্গলবার (২৫ আগস্ট) এক টুইট বার্তায় এ খবর জানান দেব।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেব ও পরিবারের বাকি সদস্যরা করোনা নেগেটিভ। সতর্কতামূলকভাবে প্রত্যেকে কোয়ারেন্টাইনে থাকছেন। রুক্মিণী মৈত্ররও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
Advertisement
আপাতত প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে নিজেদের ফ্ল্যাটে আছেন তাদের এই অভিনেতা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
দেবের ওই টুইটের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ বেড়ে যায়। প্রিয় নায়কের এমন পরিস্থিতিতে তাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ভক্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।