Nokia X30 5G স্মার্টফোনটি ফেব্রুয়ারির ২০ তারিখে ভারতে উন্মোচন করা হবে। এই স্মার্টফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে রিসাইকেল অ্যালুমিনিয়ামের শতভাগ এখানে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি একই সাথে টেকসই ও পরিবেশ-বান্ধব।
Nokia এর নতুন ডিভাইসে এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080 x 2400 পিক্সেল। স্মার্টফোনটিতে 6.43 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে এন্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। Nokia এর হ্যান্ডসেটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টোবর প্রসেসর। পাশাপাশি এখানে Adreno 619L গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
Nokia X30 5G হ্যান্ডসেটে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। তবে 8 জিবি র্যাম ও 256 জিবি র্যামের ভেরিয়েন্টের স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবল থাকবে।
Nokia X30 5G হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেল। ক্যামেরাটির অ্যাপাচার হচ্ছে 1.8। পাশাপাশি স্মার্টফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। এটির অ্যাপাচার হচ্ছে 2.8।
ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করা সম্ভব হবে। লিথিয়াম আয়নের 4200 মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
Nokia X30 5G স্মার্টফোনটির দাম হবে 319 ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ডিভাইসটির দাম হবে 28 হাজার রুপি ও বাংলাদেশের মুদ্রায় এটির দাম হবে 35 হাজার টাকা।
Nokia X30 5G হ্যান্ডসেটের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এখানে 90 হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৯৪ শতাংশ রিসাইকেল পেপার ব্যবহার করা হয়েছে। এতে করে পেপার বক্সের সাইজ কমে যাবে এবং কার্বন নিঃসরণ কম ঘটবে।
ই-বর্জ্য যেন কম তৈরি হয় সে কথা চিন্তা করে নোকিয়া স্মার্টফোনটিকে পরিবেশবান্ধব করে নির্মাণ করেছে। পাশাপাশি ৬৫ শতাংশ রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করা হয়েছে স্মার্টফোন নির্মাণের সময়। তিন বছরের সকল অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেট স্মার্টফোনটিতে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।