স্পোর্টস ডেস্ক: করোনার কারণে থমকে গেছে ক্রীড়াঙ্গন, স্থগিত হয়ে গেছে একের পর এক টেস্ট সিরিজ। যে কারণে সব দলকে সমান সুযোগ দিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) প্রতিযোগিতাটির সময় বাড়াতে বলেছেন, পাকিস্তান অধিনায়ক আজহার আলী।
আগামী ৩০ জুলাই শুরু হওয়ার কথা ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এই সিরিজ এখন অনিশ্চিত।
এছাড়াও পিছিয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তান এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরেরও।
২০২১ সালের জুনে লর্ডসে হওয়ার কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে ৩৫ বছর বয়সী আজহার এক ভিডিও বার্তায় বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সূচি অনুযায়ী সদস্য দলগুলোর টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শেষ করা কঠিন হবে। তাই আশা করি, আইসিসি এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়াবে, যেন সব সদস্য দেশ তাদের ম্যাচগুলো শেষ করতে পারে।
করোনার এই সময়ে অনেকেই দাবি করছেন ফাঁকা মাঠে ক্রিকেট আয়োজন করা। এই মতের পক্ষে আজহার বলেন, দুর্ভাগ্যক্রমে ক্রীড়ানুরাগীরা কোনো খেলাই দেখতে পারছে না, এমনকি টিভিতেও। দর্শকশূন্য মাঠে খেলা হলে তা অন্তত কিছু ক্রিকেট দেখার সুযোগ করে দেবে। তবে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে আপোষ করা উচিত হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।