বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির প্রশংসায় পঞ্চমুখ তার নতুন স্বামী অভিনেতা শরিফুল রাজ। এই দম্পতি জানিয়েছেন খুব শিগগির মা-বাবা হতে যাচ্ছেন তারা।
বৃহস্পতিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় পরীমনির সাথে তার প্রেম-পরিণয়সহ নানা বিষয়ে কথা বলেছেন শরিফুল রাজ। বলেছেন, মানুষ হিসেবে পরীমনি ভীষণ ভালো, দুর্দান্ত ভালো। ওর সঙ্গে আমার অনেক কিছুতেই মিলে যায়। পরীমনি একজন পাওয়ারফুল নারী। এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে।
শরিফুল রাজ আরও বলেন, ‘প্রতিবাদী পরীমনিকে বেশি ভালো লেগেছে। ওর একটা স্ট্রাগল আছে, আবার অসম্ভব সাহসও আছে। প্রতিবাদ করার সাহস। এটা সবাই পারে না। এই জন্য বেশি ভালো লেগেছে।’
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত বেবির মায়ের সঙ্গে সময় কাটছে। কয়েকটি দিন শুটিং করছি না। পরীমনির বাড়তি যত্ন নিচ্ছি। সর্বোচ্চ সময়টা ওকে দিচ্ছি। এখন তো বেশি কেয়ার নেওয়ার সময়। সামনে হয়ত লম্বা ছুটিতে থাকব স্ত্রীকে বেশি সময় দেওয়ার জন্য। তারপর সুস্থভাবে বাচ্চা হয়ে যাওয়ার পর আবার কাজ শুরু করব। সৃষ্টিকর্তার কাছে এখন শুধুই চাওয়া সুস্থ বেবি। সব মিলিয়ে জীবনের অন্যরকম সুন্দর সময় কাটাচ্ছি।’
পরীমনিকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘আমরা যে জায়গায় কাজ করছি, সেখানে আলোচনা ও সমালোচনা আছেই। আগে পরীমনি ছিলেন সহশিল্পী। এখন তো ঘরের মানুষ। আমি জীবন সঙ্গী হয়ে সারা জীবন ওর পাশে থাকব। কোনো সমালোচনা নয়, ভালোবাসায় বাঁচব দুজনে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।