জুমবাংলা ডেস্ক : পর্দা উঠল ৪ দিনব্যাপী ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের। প্রদীপ প্রজ্বলন করে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের উদ্বোধন হয়।
রবিবার (২৬ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক আফতাব উদ্দিন হাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘নৃত্যাঞ্জলি, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। বাংলাদেশ মণিপুরী নটপালা সংগঠক (বাবুচান সিংহ) ‘মণিপুরি’ নৃত্য পরিবেশন করেন। ‘কত্থক’ পরিবেশন করেছে রেওয়াজ পারফরম্যান্স স্কুল। নির্দেশনা দিয়েছেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। দলীয় সংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এককসংগীত পরিবেশন করেন অসিত দে, অনিল কুমার সাহা এবং কানিজ আহম্মেদী সিম্পি, ড. প্রদীপ নন্দী, রেজওয়াদুল হক, সুপ্রিয়া।
একক নৃত্য পরিবেশন করেন দীপা খন্দকার ‘কত্থক’, ‘গৌড়িও’ পরিবেশন করেন র্যাচেল প্রিয়াংকা প্যারিস, মারিয়া ফারিহ্ উপমা ‘ভরতনাট্যম’, ‘ওড্যিসি’ পরিবেশন করেন তজিম চাকমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।