বেরোবি প্রতিনিধি : পর্দা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’।

বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিন নূরীকা বলেন,”আজ ২০২৬ সালে এসেও নারীদের সম্মান রক্ষার্থে আমাদের রাজপথে নামতে হচ্ছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তুহিন রানা মন্তব্য করেছেন—হিজাব পরা নারীদের নাকি ভূতের মতো লাগে! বেরোবির একজন সচেতন নারী শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মহসিন আলীর নির্বাচনী প্রচারণায় নারীদের অবমাননা ও হুমকির যে চিত্র উঠে এসেছে, তাও অত্যন্ত ন্যাক্কারজনক। ”

এছাড়া তিনি আরও বলেন, “নারীদের অবমাননা করে আপনারা কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা আইনের শাসনে বিশ্বাস করি; তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—যারা এ ধরনের কুরুচিকর মন্তব্য ও নারী হেনস্থা করছে, তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
শিবির সমর্থিত শিক্ষার্থী পরিষদের শিবলী সাদিক বলেন,”হিজাব ও নিকাব মুসলিম নারীদের জন্য একটি ধর্মীয় বিধান। কিন্তু বেরোবি ছাত্রদল শাখার সহ-সভাপতি তুহিন রানা এই হিজাব-নিকাবকে ভূতের সঙ্গে তুলনা করেছেন। আমরা এই ধৃষ্টতার বিচার দাবি করছি।”
এছাড়া মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষার্থী ও শিবির নেতারা ছাত্রদল নেতার কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।
আরও পড়ুনঃ
https://inews.zoombangla.com/নবম-পে-স্কেল-প্রজ্ঞাপন-ও-ব/
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আহমদুল হক আলভী ও শাখা শিবিরের সভাপতি সুমন সরকারের ফেসবুক পোস্টে বেরোবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন পর্দা করা জামায়াতে নারীদের দেখতে ভূতের মতো লাগে মন্তব্য করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


