পর্বতের সাথে মিশে যেতে সক্ষম বিরল ইলি পিকা

ইলি পিকা

ইলি পিকা নামক প্রাণী বেশ বিরল প্রজাতির হয়ে থাকে। বৈজ্ঞানিক নাম Ochotona iliensis। এরা আকারে বেশ ছোট হয়। ইলি পিকা হচ্ছে স্তন্যপ্রায়ী প্রানী ও পাহাড়ি এলাকা এদের বসবাসের জন্য উপযুক্ত স্থান।

ইলি পিকা

উত্তর আমেরিকা ও এশিয়ায় এরা বাস করে। ইলি পিকার ২৯ ধরনের প্রজাতি খুজে পাওয়া সম্ভব হয়েছে। উত্তর আমেরিকায় পিকার স্থিতিশীল জনসংখ্যা রয়েছে। ২০১৪ সালে এক চীনা নাগরিকের ফটোগ্রাফিতে ইলি পিকার ছবি ধরা পড়ে।

ইলি পিকা

তার আগে এদের বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে গণ্য করা হত। এর আগে ১৯৮৩ সালে চীনের তিয়ানশান পর্বতে এদের সন্ধান পাওয়া গিয়েছিলো। এদের জন্যসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ প্রজাতির প্রাণীর অস্তিত্ত্ব হুমকির সম্মুখীন।

খরগোশের সাথে ইলি পিকার মিল রয়েছে। এটির সাইজ ২০ সেন্টিমিটারের মত হয়ে থাকে। ওজন হবে ২৫০ গ্রামের মত। ইলি পিকার উজ্জ্বল রঙের চুল রয়েছে। এদের কপাল, ঘাড়ের পাশে লাল রঙের দাগ দেখতে পারবেন।

ইলি পিকা

ইলি পিকা ভূমি থেকে ২৮০০ মিটার উচুতে বাস করে। অনেক সময় তা ৪০০০ মিটার এর মত হতে পারে। ঘাস ও ভেষজ খাবার খেয়ে পিকা বেচে থাকে। এ প্রজাতির প্রাণীর আচরণ নিয়ে বেশি তথ্য জানা আয় না। তবে এরা নিশাচর প্রানীর মত হয়ে থাকে।