জুমবাংলা ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা পর্যটকশূন্য হয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের দীর্ঘতম এ সৈকতে ভিড় না করতে পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর এই অবস্থা তৈরি হয়।
বুধবার বিকাল থেকে সৈকতে থাকা পর্যটকদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ।
তিনি বলেন, ভ্রমণকারীদের আপাতত সাময়িক সময়ের জন্য সৈকতে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, হোটলে-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশনসহ সবধরনের জনাসমাগমের আয়োজন থেকেও বিরত থাকতে পরামর্শ দিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি আগত পর্যটকদের জনাকীর্ণ পরিবেশ এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।