বিনোদন ডেস্ক : সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রযোজক-নায়ক-নায়িকা ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগে বেশ সরব। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।
পাল্টাপাল্টি অভিযোগে যখন জল ঘোলা, ঠিক তখনই প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) মিথ্যা অভিযোগ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ করেন নায়িকা। শিল্পী সমিতি থেকে এখনও কোনো ব্যবস্থা না নেওয়া হলেও, একজন শিল্পীকে অপমানের প্রতিবাদে সরব হয়েছেন শোবিজের কেউ কেউ। তাদেরই একজন প্রযোজক ও নায়িকা মিষ্টি জান্নাত।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, ‘একজন লাইন প্রোডিউসার। আমি বুঝাতে চেয়েছি, অনুদানের ছবির প্রযোজক হয়ে নায়ক-নায়িকা বা পরিচালককে নিয়ে পাবলিকলি এ রকম মানসম্মানহানীকারক, কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারও নেই।’
মিষ্টি জান্নাত আরও লেখেন, ‘আমি একজন প্রযোজক ও অভিনেত্রী হিসেবে এর প্রতিবাদ জানালাম। মনে রাখবেন, আপনি বসন্তের কোকিলের মতো প্রযোজক। পারলে আরও কিছু সিনেমা নিজের টাকায় বানান। তারপর কথা বলবেন। কিন্তু তারপরও এ রকম বাজে মন্তব্য করবেন না আশা করি। আপনার একার যে ক্ষমতা আছে, তা কিন্তু নয়। বাংলাদেশ খুবই ছোট, সবার কিন্তু কমবেশি আত্মীয়স্বজন আছে। আর আপনাদের মতো কিছু মানুষের জন্য সিনেমা আজ হাসির পাত্র হয়ে গেছে।’
এদিকে মিষ্টির এমন স্ট্যাটাসে অনেকেই তাকে সেটি ডিলিট করতে বলেছেন। বিষয়টি জানিয়ে নায়িকা আরেকটি পোস্টে লেখেন, ‘আমাকে অনেকেই ইনবক্স করেছেন, কেন এমন একটি স্ট্যাটাস দিলাম! এখনই ডিলিট করো। কেন ভাই? সাধারণ জনগণ তো প্রতিনিয়ত আপনাদের ভিডিও, ছবির নিচে কমেন্ট করে; তাদেরটা কি করে ডিলিট করান?’
মিষ্টি জান্নাতের ভাষ্য, ‘আমার একটাই কথা এবং প্রতিবাদ, সেটা হলো কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকুন। এগুলো কেমন ধরনের কথা।কথাগুলো অন্যভাবে বলা যেত না। সাধারণ জনগণের কাছে আপনারাই হাসির পাত্র হচ্ছেন। আর আপনাদের সঙ্গে যেহেতু আমার ট্যাগ লাগানো আছে, সেহেতু আমার সমাজে আমি চলতে পারছি না। যাই হোক, আরও মারামারি করেন। সিনেমার আরও বারোটা বাজান। তারপরও বলব শুধু অনুদান না নিয়ে নিজেদের পকেটের টাকা দিয়ে কিছু ছবি বানান।’
তিনি বলেন, ‘বাজে বা জঘন্য মন্তব্য করে নিজের সম্মান এবং বংশের পরিচয় নিজে দেবেন না। মনে রাখবেন, কেউ ধোয়া তুলসি পাতা না। আরও ব্যাপার হচ্ছে, আমার পরিবার শুধু না আমিও কিন্তু পলিটিক্স করতাম, করি, ভবিষ্যতেও করব এবং জিতব। কিন্তু পলিটিক্স করি বলেই সেসব ক্ষমতা নিয়ে চলাফেরা করি না।’
মিষ্টি জান্নাতের অনুরোধ, ‘তাদের (নায়ক, নায়িকা, পরিচালক) হয়ে আমি ক্ষমা চাচ্ছি, তবু থামুন। আমার স্ট্যাটাসে কেউ কান্না করলে আমি দুঃখিত। ভালো থাকবেন সবাই। সবার জন্য ভালোবাসা।’
প্রসঙ্গত, আগামী ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আশীর্বাদ’। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে রোশান ও মাহি ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।