পল্লী বিদ্যুৎ অফিসের সাবস্টেশনে আগুন

পল্লী বিদ্যুৎ অফিসের সাবস্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল অফিসের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ অফিসের সাবস্টেশনে আগুন

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন জানান, কোনাবাড়ী জোনাল অফিসের সাবস্টেশনে বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অতিরিক্ত হিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাওয়ার ট্রান্সফরমার পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে পাওয়া ট্রান্সফরমারসহ বিভিন্ন তার পুড়ে গেছে।

কর্তৃপক্ষের অবহেলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু