পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের অন্যান্য জেলা সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে ভুটানের পানি দায়ী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (১৩ অক্টোবর) বন্যা কবলিত জলপাইগুড়ি জেলার নাগরাকাটাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করার সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ভুটানের পানিতে এত বড় ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘদিন ধরে বলছি, ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করা উচিত, এবং সেখানে পশ্চিমবঙ্গকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভুটান থেকে আসা ওই পানির সঙ্গে ডলোমাইটও এসেছে, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে। আমরা চাই, তারা ক্ষতিপূরণও দিক। সব দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হচ্ছে। না দিল্লি না অন্য কেউ একটি পয়সাও দেয় না।”
এর আগে ৪ অক্টোবর উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসের কারণে ২৭ জনের মৃত্যু ঘটে। সরকারি সম্পত্তি, কৃষিজমি ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়, এবং হাজারো মানুষ ভিটে হারিয়ে আশ্রয়শিবিরে চলে যেতে বাধ্য হন।
মুখ্যমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।