আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৩০ বিধানসভা আসনে আজ শনিবার শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। সকালেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ির উঠোনে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর আনন্দবাজার পত্রিকার।
বিজেপি-র অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে মেরেছে তাদের কর্মীকে। যদিও শনিবার সকাল ৯টায় পর্যন্ত এ ব্যাপারে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।