আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দু’শ ৭৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জানা গেছে, তাদের মধ্যে ছয়জন রয়েছেন মুসলিম প্রার্থী।
তাদের মধ্যে অন্যতম হলেন মাফুজা খাতুন। এর আগে লোকসভা নির্বাচনে জঙ্গিপুর আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। ওই সময় সাড়ে তিন লক্ষাধিক ভোট পেয়েছিলেন।
ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপির সংসদীয় দলের বৈঠকে মাফুজা খাতুনের প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদি। মাফুজা এবার বিজেপির সাগরদিঘী আসনের প্রার্থী।
জানা গেছে, মুসলিম অধ্যুষিত এলাকায় তাদের প্রার্থী করেছে বিজেপি। আরো কয়েকজন মুসলিমকে প্রার্থী করার ব্যাপারে প্রবীণ একজন নেতা বিজেপিকে পরামর্শ দিয়েছেন। তবে আরো মুসলিম প্রার্থী বিজেপি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গোলাম মোদার্শা, মেহবুব আলম, রুবিয়া খাতুন, মাসুহারা খাতুন এবং গুলাম শারওয়ার বিজেপি থেকে প্রার্থী হয়েছেন।
সূত্র : দ্য ওয়াল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।