আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলমানদের ধর্মীয় আনুষ্ঠানিকতা শবে বরাত কে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ আগস্ট) এ ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের করম পূজাতেও (প্রকৃতি পূজা ও উর্বরতার উৎসব) রকারি ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে দিয়ে সব ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন মমতা।
সব ধর্মের মানুষের জন্যই তার সরকার কাজ করে যাবে বলে ফের আশ্বস্ত করেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ যখন তুঙ্গে ঠিক তখন নবগঠিত ইন্ডিয়া জোট নেতা মমতার এই ছুটি ঘোষণা রাজনৈতিক অঙ্গণে ধর্মীয় সহমর্মিতার বার্তার দাবি রাখে।
মমতা বলেন, ‘এতদিন পর্যন্ত রাজ্যে শবে বরাত এবং করম পূজাতে সেকশনাল হলিডে থাকত। নির্দিষ্ট একটি শ্রেণির মানুষ ছুটি পেতেন। কিন্তু দীর্ঘদিন ধরেই দু’দিনের পূর্ণাঙ্গ ছুটি দেওয়ার দাবি উঠছিল। এবার থেকে ওই দু’দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমরা সব উৎসবকে সমান গুরুত্ব এবং সম্মান দিই।’
তিনি বলেন, ‘আমরা সমস্ত ধর্মের উৎসব পালন করে থাকি। ঈদের ছুটিও পান সকলেই। দোলেরও ছুটি দেওয়া হয়। আমরা মনে করি সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলনস্থল হলো এই বাংলা। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না।’
সূত্র: হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।