আন্তর্জাতিক ডেস্ক : বিনিয়োগে চাঁদের হাট। তিন লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি রুপির লগ্নি প্রস্তাব পশ্চিমবঙ্গে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এমন তথ্য জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলনে ১৩৭ এমওইউ স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। আগামী বছর ১, ২ ও ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাইক্রোসফট, ফ্লিপকার্ট থেকেও প্রতিনিধি এসেছে। ফিনল্যান্ড থেকে প্রতিনিধি এসেছে। এই সম্মেলন থেকে ৪০ লাখ চাকরির ব্যবস্থা হবে। বিধবা ভাতা আমরা দেই। পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়ায় আমরা দেশের মধ্যে প্রথম। স্কিল সেক্টরে আমরা দেশের মধ্যে প্রথম। ২২টি প্রডাক্টে জিআই ট্যাগ পেয়েছে বাংলা। দেউচাপাঁচামি দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হতে চলেছে। অন্ডাল, বাগডোগরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়ে যাবে।’
রাজ্যে প্রকল্প রূপায়নে টাস্কফোর্স তৈরি হবে। মুখ্যসচিবের নেতৃত্ব কাজ করবে টাস্কফোর্স। মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘বাংলা ভবিষ্যতে ১০ বছর যা করবে, আর কেউ সেটা করতে পারবে না। তোমার লক্ষ্য সঠিক হওয়া উচিত। কঠোর পরিশ্রম করলে সব কিছুতে সফল হওয়া যায়।’
বাণিজ্য সম্মেলনের শেষ দিনে শিল্পপতিদের মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আমাদের শিক্ষা প্রায় বিনামূল্যে দেওয়া হয়। প্রচুর হাসপাতাল তৈরি হয়েছে। চিকিৎসা বিনা পয়সায় দেওয়া হয়। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। আরও বেশি বাংলাতে বিনিয়োগ করুন। বাংলা আপনাদের রেজাল্ট দেবে। আগামী দিনে বিশ্বে বাংলা জায়গা করে নেবে।’ সব মিলিয়ে আগামী কয়েক বছরে রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে বলে আশাবাদী মমতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।