আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইউক্রেনের আক্রমণের পর থেকে দেশটির সমর্থন জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। তারা ইউক্রেনকে একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে পশ্চিমাদের জঙ্গিবিমান এফ-১৬ ভূপাতিতের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুতিন জানান, কিয়েভকে সরবরাহ করা এফ-১৬ জঙ্গিবিমানগুলো রুশ বাহিনীর জন্য বৈধ্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইউক্রেনের স্থল, জল অথবা আকাশসীমার যেখানেই থাকুক না কেন সেগুলোকে খুঁজে খুঁজে ধ্বংস করবে রুশ বাহিনী। বুধবার বিমানবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে এক বৈঠক শেষে এমন হুমকি দেন তিনি।
এদিন রুশ প্রেসিডেন্ট পুতিন ৩৪৪তম রাশিয়ান আর্মি এভিয়েশন সেন্টার অব এয়ারক্রুদের যুদ্ধ প্রশিক্ষণ এবং ট্রানজিশন পরিদর্শন করেন। সেখানে তাকে একটি এমআই-২৮এন হেলিকপ্টার ফ্লাইট সিমুলেশন ট্রেনিং ডিভাইস এবং খ্রিজান্তেমা ও এস-৮ ক্ষেপণাস্ত্রের নমুনা দেখানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি তারা ইউক্রেনকে এফ-১৬ সরবরাহ করে আর পাইলটদের প্রশিক্ষণ দেয় তাহলে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিন্দুমাত্র পাল্টে যাবে না। আমরা এসব জঙ্গিবিমান সেভাবেই ধ্বংস করব যেভাবে পশ্চিমাদের সরবরাহ করা ট্যাংক, সাঁজোয়া যান, মাল্টিপল রকেট লঞ্চারসহ অন্যান্য সমরাস্ত্র ধ্বংস করেছি
পরিদর্শনকালে রাশিয়া ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করতে পারে পশ্চিমাদের এমন দাবি অস্বীকার করেছেন পুতিন। জানান, পশ্চিমাদের এমন দাবি একেবারেই নির্বোধের প্রলাপ। তারা শুধু নিজেদের লোকজন থেকে আরও বেশি অর্থ আদায়ের লক্ষ্যে ভয় দেখানোর জন্য এমনটা বলে বেড়াচ্ছে, যেখানে তাদের অর্থনীতি ধসে পড়ছে আর জীবনযাত্রার মান আরও নিচে নামছে।
২০২২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। ক্রেমলিনের দাবি, কিয়েভ ২০১৪ সালের মিনস্ক চুক্তির অধীনে দোনেৎস্ক ও লুহানস্কের বিশেষ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি ইউক্রেন নিজেকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকা এবং কখনই ন্যাটোতে যোগ না দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।